ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

‘তামিম বিএনপির, বুলবুল সরকারের পক্ষে’

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ০২:০৪ পিএম ‘তামিম বিএনপির, বুলবুল সরকারের পক্ষে’

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন সাবেক দুই তারকা ক্রিকেটার তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে জয়ী হলে তাদের মধ্য থেকেই একজন বসতে পারেন বিসিবির সর্বোচ্চ পদ, সভাপতির আসনে।

বিসিবির নিয়ম অনুযায়ী, ২৫ জন নির্বাচিত পরিচালকই সভাপতির নাম ঠিক করেন। ফলে নির্বাচন ঘিরে শুরু হয়ে গেছে নানা জোট ও সমীকরণ।

বুধবার (৩ সেপ্টেম্বর) খুলনা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় বিসিবির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী জানান, তামিম ইকবাল পাচ্ছেন বিএনপির সমর্থন। একই সঙ্গে তিনি জানান, এবার আর তিনি নিজে বিসিবি নির্বাচনে অংশ নেবেন না। কারণ, সামনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

লবী বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে একটি প্যানেল থাকবে। তামিম ইকবাল সেখানে প্রার্থী হবে। ও ভালো ক্রিকেটার, শিক্ষিত ছেলে- আমার বিশ্বাস, সে সভাপতি হলে দেশের ক্রিকেট আরও ভালো জায়গায় যাবে।’

অন্যদিকে, বর্তমান সরকারের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে দেখতে চাওয়ার আগ্রহ রয়েছে বলেও মন্তব্য করেন লবী। তবে তিনি এটিও যোগ করেন, ‘যদি বুলবুলকে সভাপতি করার সিদ্ধান্ত নেওয়া হয়, তবে এখানেও রাজনীতি ঢুকে যাবে। অথচ খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়।’

Side banner