ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১০:৩০ পিএম বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত। বৈরী আবহাওয়ার কারণে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া বাংলাদেশের।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে টানা জয়ে আগেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেলে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগ হাতছাড়া। 

বাংলাদেশের ইনিংসের সময় দুই দফায় বৃষ্টি হয়েছে। তাতে পুরো ২০ ওভার খেলা হয়নি প্রথম ইনিংসে। ডিএল মেথডে ম্যাচের ফলাফলের জন্য নেদারল্যান্ডসকে অন্তত ৫ ওভার খেলতে হতো।

রাত ৯টা ৪৮ মিনিটের মধ্যে ব্যাটিংয়ে নামতে হতো ডাচদের। কিন্তু বৃষ্টির কারণে ব্যাটিং নামতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত হয়। ২-০তে সিরিজ জিতে বাংলাদেশ।

বৃষ্টির আগে লিটন কুমার দাসের ঝড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ।

দলের হয়ে ৪৬ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস। ১১ বলে দুই ছক্কার সাহায্যে অপরাজিত ২২ রান করেন নূরুল হাসান সোহান। ১৩ বলে এক চার আর এক ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জাকের আলী অনিক।

বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস।

Side banner