ঢাকা বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে: শামা ওবায়েদ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৩, ২০২৫, ১১:৩২ পিএম বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফার সুফল বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার আলোকে তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। কারণ একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দেশের প্রতিটি সেক্টরের সংস্কার করা প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে এবং দেশের টাকা লুট করে দেশ থেকে পালিয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হলে, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।  

তিনি বলেন, একটি সুন্দর রাষ্ট্র গড়ার জন্য এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার জন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমানের ৩১ দফার মধ্যে রয়েছে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকতে হবে। একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে, বিএনপি একটি মানবিক বাংলাদেশ, একটি স্বচ্ছ বাংলাদেশ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। ছাত্র ও যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বিএনপি কোনো দলীয়করণ করবে না। যোগ্যতার ভিত্তিতে সবার চাকরি দিবে। আমাদের মা বোনেরা তাদের  ছেলেমেয়ে নিয়ে যাতে তিনবেলা ভালোমন্দ খেতে পারে, এজন্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড চালু করবে বিএনপি।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিদায় নিয়েছে, কিন্তু আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এ দেশের যুব সমাজ ভোটার হওয়ার পর, দীর্ঘ ১৭ বছরের বেশি সময় ধরে ভোটাধিকার বঞ্চিত।

অনুষ্ঠানে এ সময় ফরিদপুর জেলা এবং নগরকান্দা উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Side banner