ঢাকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

রিভিউর সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় দেখে নেওয়া হবে: রাষ্ট্রপক্ষ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৪, ২০২৫, ০১:১০ পিএম রিভিউর সিদ্ধান্ত পূর্ণাঙ্গ রায় দেখে নেওয়া হবে: রাষ্ট্রপক্ষ
বক্তব্য দিচ্ছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাস বহাল রেখে হাইকোর্টের আপিল বিভাগ যে রায় দিয়েছেন সেটি রিভিউ করা হবে কিনা তা পূর্ণাঙ্গ রায় দেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামির খালাসের রায় বহাল রেখে হাইকোর্টের আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।

আবদুল জব্বার ভূঁইয়া বলেন, আজকের হাইকোর্টের আপিল বিভাগের যে রায়, সেই রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে আমরা সিদ্ধান্ত নেব রিভিউতে যাব কিনা। রিভিউ যদি করার মতো থাকে, তাহলে রাষ্ট্র রিভিউতে যাবে। কারণ এর পর আর কিছু নেই।

Side banner