Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বারান্দায় পড়ে ছিল সাংবাদিকের মরদেহ, ৭ দিন পর উদ্ধার

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি ২২, ২০২৩, ০৩:৫০ এএম বারান্দায় পড়ে ছিল সাংবাদিকের মরদেহ, ৭ দিন পর উদ্ধার

রাজধানী মিরপুরের পল্লবীতে নিজের বাসা থেকে ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা পরামর্শক বিপ্লব জামানের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে পল্লবী থানা পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম মরদেহটি উদ্ধার করে।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দিন বলেন, যে বাড়িতে সাংবাদিক বিপ্লব জামান থাকতেন, ওই বাড়ির মালিকের নাম রফিকুল ইসলাম। তিনিও একসময় ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে কাজ করতেন। পূর্ব পরিচয় ও একই অফিসে কাজ করার সুবাদে গত দুই বছর ধরে বিপ্লব জামান ওই বাসায় ভাড়া থাকা শুরু করেন।

ডিসি আরও বলেন, গত সাত দিন ধরে বিপ্লব জামান অফিসে যাচ্ছেন না। অফিস থেকে তার সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছিল না। তখন অফিস থেকে বাড়ির মালিক রফিকুল ইসলামের কাছে ফোন করে বিষয়টি জানানো হয়। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দেখতে পায় দরজা ভেতর থেকে লক করা। তারা সিআইডির ফরেনসিক টিমকে জানায়।

বাড়িওয়ালার উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখা যায়, মালামাল অক্ষত আছে। তবে বিপ্লব জামান বারান্দায় পড়ে আছেন। তার পায়ে স্যান্ডেল ও লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে পুলিশ যাই ধারণা করুক না কেন, সুরতহাল করবে। সিআইডির ফরেনসিক টিমও কাজ করছে। তিনি কি কারণে মারা গেছেন ময়নাতদন্তে জানা যাবে।

এক প্রশ্নের জবাবে ডিসি বলেন, বাচ্চারা ছোট থাকা অবস্থায়ই স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে যায় বিপ্লব জামানের। তার সন্তানদের একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আরেকজন ওসমানী মেডিকেল কলেজে পড়েন। বিপ্লবের বয়স ৬০ এর কাছাকাছি। তিনি কথাবার্তা কম বলতেন। অফিস ও বাসায় যাতায়াত করতেন। খুব একটা রান্নাও করতেন না। হোটেলে খাওয়া-দাওয়া করতেন। তিনি অসুস্থতায় নাকি সুইসাইড করেছেন তা ময়নাতদন্তে জানা যাবে।

সাংবাদিক বিপ্লব জামানের মৃত্যুর বিষয়ে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বার্তা সম্পাদক আনিসুর রহমান বলেন, সাত দিন ধরে বিপ্লব জামান অফিসে আসেননি। তাঁর মুঠোফোনে ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়। আজ সন্ধ্যায় জানা গেছে, তিনি মারা গেছেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে বিষয় জানা সম্ভব হয়নি। ###

Side banner