আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২১ মে থেকে শুরু হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, যা চলবে ২৭ মে পর্যন্ত। এই সময়ে ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত চলাচলকারী আন্তনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, পূর্বাঞ্চলের (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম) ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, আর পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা) টিকিট দুপুর ২টার পর বিক্রি হবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত। ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন বিবেচনায় নিয়ে এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রতিদিন যে দিনের ট্রেন চলবে তার ঠিক ১০ দিন আগে সেই দিনের টিকিট বিক্রি হবে। ২১ মে বিক্রি হবে ৩১ মে'র টিকিট, ২২ মে বিক্রি হবে ১ জুনের টিকিট—এভাবে ধারাবাহিকভাবে শেষ দিন ২৭ মে বিক্রি হবে ৬ জুনের টিকিট। ঈদের দিনের (৭ জুন) ট্রেন চলাচল চাঁদ দেখার পর নির্ধারণ করা হবে।
প্রতি ব্যক্তি একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন এবং তা অফেরতযোগ্য। স্ট্যান্ডিং টিকিট (অতিরিক্ত ২৫ শতাংশ) যাত্রার দিন স্টেশনের কাউন্টার থেকে কেনা যাবে, অনলাইনে নয়।
রেলওয়ে জানায়, ঈদে ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তনগর ট্রেন চলবে, যেগুলোর মোট আসনসংখ্যা ৩৩ হাজার ৩১৫টি।
থাকবে বিশেষ ট্রেন ও পশুবাহী ট্রেনের ব্যবস্থা
ঈদে পশুবাহী 'ক্যাটল স্পেশাল' ট্রেন ছাড়াও ১০টি যাত্রীবাহী বিশেষ ট্রেন চলবে বিভিন্ন রুটে। ঈদের দিন শোলাকিয়ায় ঈদগাহগামী চারটি ট্রেন চলবে ভৈরব ও ময়মনসিংহ থেকে।
'ক্যাটল স্পেশাল' ট্রেনের প্রথমটি ২ জুন বিকেল ৫টায় জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ছাড়বে। দ্বিতীয়টি ইসলামপুর থেকে ছাড়বে দুপুর ৩টা ৪০ মিনিটে। তৃতীয় ট্রেনটি ৩ জুন বিকেল ৫টায় দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
এছাড়া, ৩ জুন থেকে ঈদ পর্যন্ত সব আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হবে। অতিরিক্ত যাত্রী সামলাতে পাহাড়তলী থেকে ২৯টি মিটারগেজ ও সৈয়দপুর থেকে ১৫টি ব্রডগেজ কোচ সংযুক্ত করা হবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন সময়মতো পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষে বিশেষ পর্যবেক্ষণ সেল গঠন এবং কর্মকর্তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়া হবে।###
আপনার মতামত লিখুন :