আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
শুক্রবার (৯ মে) দুপুর পৌনে তিনটার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে কোরআন তিলাওয়াত করেন এনসিপি নেতা আশরাফ মাহাদী।
সমাবেশ শুরু হওয়ার পর দেখা যায়, প্রচণ্ড রোদে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। পরে সমাবেশস্থলের পরিবেশ ঠান্ডা রাখতে বিকাল ৩টা থেকে স্প্রে ক্যানন দিয়ে পানি ছিটানো শুরু করে ডিএনসিসি।
এর আগে, দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে তৈরি এই মঞ্চের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। এ সময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর আগে তারা মঞ্চের সামনেই জুমার নামাজ আদায় করেন।###
আপনার মতামত লিখুন :