ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

হামিদের দেশত্যাগ: একাধিক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ও বরখাস্ত

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা : মে ৯, ২০২৫, ১২:০২ এএম হামিদের দেশত্যাগ: একাধিক পুলিশ কর্মকর্তা প্রত্যাহার ও বরখাস্ত
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজি (প্রশাসন)-কে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে বলে বৃহস্পতিবার (৮ মে) জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

থাইল্যান্ডে যাওয়ার সময় সাবেক এ রাষ্ট্রপতিকে বাধা না দেওয়ার পেছনে একাধিক পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (০৮ মে) ভোরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে থাইল্যান্ডের উদ্দেশে দেশ ত্যাগ করেন। এ ঘটনায় ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও (এএসপি) প্রত্যাহার করা হয়েছে। একই অভিযোগে কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তা এবং জেলার স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। তবে এখন পর্যন্ত প্রত্যাহার বা বরখাস্ত হওয়া ওই তিন পুলিশ কর্মকর্তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।

'বিচার না করতে পারলে পদত্যাগ'
এদিকে সাবেক রাষ্ট্রপতিকে বিদেশে 'পালাতে সহায়তা করা ব্যক্তিদের' বিচারের আওতায় না আনতে পারলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে বের হওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

জুলাই অভ্যুত্থানে জড়িত শিক্ষার্থীদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, 'আমি বিষয়টি [আবদুল হামিদের দেশত্যাগ] জানতাম না। এখানে আসার সময় জানতে পারি এবং সঙ্গে সঙ্গেই এ নিয়ে কথা বলেছি।'

তিনি আরও বলেন, 'যারা এতে জড়িত, তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে। কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।'

এ সময় এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হলে তিনি পদত্যাগ করবেন বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে বর্তমান রাষ্ট্রপতির সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, 'আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হলো, তারপর নাকি [রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন] চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেয়া হলো।'

তিনি বিস্ময় প্রকাশ করে লেখেন, 'এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে!!!'

হান্নান মাসউদ আরও লেখেন, 'হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা [অন্তর্বর্তী সরকার] সরে যান।'

যেভাবে দেশ ছাড়েন হামিদ
পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায়, আবদুল হামিদ 'চিকিৎসার জন্য' বৃহস্পতিবার ভোররাতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

বিমানবন্দরে নিয়োজিত এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সাবেক রাষ্ট্রপতি থাই এয়ারওয়েজের ফ্লাইট টিজি৩৪০-এ ভোর ২টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, তিনি গতকাল বুধবার রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান এবং ফ্লাইটে ওঠার আগে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করেন। 

তিনি জানান, আবদুল হামিদের সঙ্গে আরও দুইজন ব্যক্তি ছিলেন। একজন পুলিশ কর্মকর্তা জানান, যেহেতু তার ওপর দেশ ত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না, তাই তাকে আটকে রাখার সুযোগ ছিল না।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে ছাত্র ও সাধারণ মানুষের নেতৃত্বে হওয়া গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই আবদুল হামিদের প্রথম বিদেশে যাওয়া।

অভ্যুত্থান চলাকালীন হামলা ও গুলিবর্ষণের অভিযোগে ১৪ জানুয়ারি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আবদুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে ২০১৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন। ২০১৮ সালের একই দিনে দ্বিতীয় দফায় ২১তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন তিনি।

২০২৩ সালের ২৪ এপ্রিল মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে তার মেয়াদ শেষ হয়। ###

Side banner