ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

খুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

দৈনিক নতুন সংবাদ | প্রতিনিধি, খুলনা : আগস্ট ৬, ২০২৫, ১২:২৬ এএম খুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনায় শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন।

মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সংগীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করেন। জীবন বাঁচাতে তিনি সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তাঁর শেষরক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ছয়টি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। এ ছাড়া তাঁর শরীরে আটটি কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এলাকার একাধিক সূত্র জানায়, নিহত শাহাদাত ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাউসুল আজম গাউসের চাচাতো ভাই। ###

Side banner