গণমাধ্যমে ব্যক্তির পরিবর্তন হলেও এখনও চরিত্রের বদল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ প্রেস সচিব আশিক ইসলাম। সাংবাদিকদের কারও ‘মাইম্যান’ না হয়ে ‘কান্ট্রিম্যান’ হওয়ার আহ্ববান জানিয়েছেন তিনি।
সোমবার (১১ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরায় জাতীয়তাবাদী ঘরানার কিছু সাংবাদিকের আমন্ত্রণে এক মতবিনিময় সভায় আশিক ইসলাম এ আহ্বান জানান।
আশিক ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও সমাজ গঠনের দর্পণ। তবে সেই দর্পণ যেন অবতল বা উত্তল দর্পণে পরিনত না হয়। যেমনটি আমরা দেখেছি গত ফ্যাসিস্ট ও স্বৈরশাসনামলে। সাংবাদিকদের নিজেদের অধিকার নিজেদেরই অর্জন করার চেষ্টা করতে হবে।
আশিক ইসলাম আরও বলেন, আগামীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে মিডিয়া যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা সকলের অনুধাবন করা দরকার। সাংবাদিকরা বিচক্ষণতা দিয়ে নির্মোহভাবে রাজনৈতিক দল বা সরকারের ভালো-মন্দ কাজের যতো বেশি সমালোচনা করবেন, সেই কথা আমলে নিলে দেশ ততোই এগিয়ে যাবে।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় উপদেষ্টা আশিক ইসলাম। ওইদিন ঢাকা বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকরা। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব থাকাকালে নানা যৌক্তিক প্রয়োজনে সাংবাদিকদের পাশে ছিলেন এক সময়ের পেশাদার সাংবাদিক আশিক ইসলাম। পেশাদার সাংবাদিকদের বড় একটি অংশের সঙ্গে তাঁর ঘনিষ্টতার বিষয়টি সর্বজনস্বীকৃত। ###
আপনার মতামত লিখুন :