যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শুক্রবার (১৫ আগষ্ট) বহুল প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তার আগে মার্কিন ও রুশ কর্মকর্তারা আলাস্কায় একত্রিত হবেন।
রাশিয়াকে যুদ্ধবিরতিতে পৌঁছাতে অথবা কঠোর নতুন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে ট্রাম্পের সময়সীমা দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বিবিসির এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ছয় বছরের মধ্যে এই জুটি প্রথমবারের মতো দেখা করবেন, কারণ ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন।
মার্কিন প্রেসিডেন্ট, যিনি নিজেকে একজন বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠাতা হিসেবে চিত্রিত করেছেন, তিনি পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে যুদ্ধবিরতি অর্জনের চেষ্টা করবেন, যা অন্যরা ব্যর্থ হয়েছে।
যদিও বৃহস্পতিবার ট্রাম্প মূল্যায়ন করেছেন, চার ভাগের এক ভাগ সম্ভাবনা রয়েছে যে বৈঠকটি সফল হবে না।
এদিকে ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে আলোচনা থেকে বাদ দেওয়ায় এবং তার অনুপস্থিতিতে গৃহীত যেকোনো সিদ্ধান্তই অর্থহীন হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হয়। এরপর থেকে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত কিয়েভ এবং মস্কো।
আপনার মতামত লিখুন :