Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

দৈনিক নতুন সংবাদ জানুয়ারি ২৮, ২০২৩, ০২:৫৯ পিএম বগুড়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত

বগুড়া শহরের হাকিড়মোড় সুলতানগঞ্জ পাড়া এলাকায় ছুরিকাঘাতে আসিফ শেখ (২৫) নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২৭ জানুয়ারি)  রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। 
আসিফ শেখ ওই এলাকার হেলাল শেখের ছেলে ও বগুড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুজন মিয়া জানান, শুক্রবার স্থানীয়ভাবে এক ক্রিকেট খেলার আয়োজন করা হয়। সেই খেলা উপলক্ষে সুলতানগঞ্জপাড়ার এক মাঠে খাওয়া-দাওয়ার আয়োজন হয়। সেই সময় ছাত্রলীগ নেতা আসিফের চাচাতো ভাই তুষার স্থানীয় রিভু নামের সিনিয়র এক যুবকের ঘাড়ে হাত রাখেন। এই নিয়ে রিভু ও তুষারের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে আসিফ উভয়কে থামিয়ে দেয়।
পরে রিপু স্থানীয় রাব্বি নামের একযুবকসহ তিন থেকে চারজনকে নিয়ে তুষারকে মারতে আসেন। আসিফ তাদের বাধা দিতে গেলে রিপু ও তার সহযোগীরা ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।
পরিদর্শক সুজন মিয়া আরও জানান, খবর পেয়ে আসিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে চেষ্টা চলছে। ###

Side banner