ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

আট ব্যাংকে এমডি নিয়োগ হতে পারে চলতি সপ্তাহেই

দৈনিক নতুন সংবাদ | তাকী মোহাম্মদ জোবায়ের সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১১:৩৫ পিএম আট ব্যাংকে এমডি নিয়োগ হতে পারে চলতি সপ্তাহেই

দশ দিন ধরে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য। আরও দুই সরকারি ব্যাংক আনসার-ভিডিপি উন্নয়ন ও পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নেই বেশ কিছুদিন হয়েছে। এই আট প্রতিষ্ঠানে এমডি নিয়োগ কবে হবে, কারা নিয়োগ পেতে পারেন- তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে আর্থিক খাত সংশ্লিষ্টদের মাঝে। বিশেষ করে আগ্রহের কেন্দ্রে রয়েছে ছয় বাণিজ্যিক ব্যাংকের এমডি পদ। কারণ, দেশের অর্থনীতিতে বরাবরই চালকের আসনে রয়েছে ব্যাংকগুলো। এগুলো হলো সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। 


দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এই আট ব্যাংকে এমডি পদে কারা বসছেন চলতি সপ্তাহেই মোটামুটি সিদ্ধান্ত হয়ে যাবে। আটটি ব্যাংকে নিয়োগের জন্য ১২ সদস্যের একটি প্যানেল করা হবে। এই প্যানেলে ছয়জন থাকবেন সাবেক এমডি ও ডিএমডিদের মধ্য থেকে যাদের চারজনকে দায়িত্ব দেওয়া হবে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের। প্যানেলে বাকি ছয়জন থাকবেন বর্তমান উপব্যবস্থাপনা পরিচালকদের (ডিএমডিদের) মধ্য থেকে যাদের চারজনকে দায়িত্ব দেওয়া হবে বেসিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, পল্লী সঞ্চয় ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের। মূলত আর্থিক খাতে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য এই চার ব্যাংকে বর্তমান ডিএমডিদের মধ্য থেকে নিয়োগ দেওয়ার চিন্তা করছে সরকার। 


আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারের অংশ হিসেবে গত ১৯ সেপ্টেম্বর বিকেলে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যক ব্যাংকের এমডিদের অপসারণ করে অন্তর্র্বর্তী সরকার। এর আগে গত ২০ আগস্ট পল্লী সঞ্চয় ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়। এছাড়া চলতি বছরের ২৭ জুন থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি পদ শূন্য রয়েছে। এই ব্যাংকগুলোতে জ্যেষ্ঠ ডিএমডিরা ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন। 


ব্যাংকগুলোতে এমডি নিয়োগ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ব্যাংকিং অনুবিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব বদরে মুনির ফেরদৌস নতুন সংবাদকে বলেন, কবে নাগাদ এমডি নিয়োগ হতে পারে আমার জানা নেই। তবে প্রতিটি ব্যাংকেই জ্যেষ্ঠ ডিএমডি দায়িত্বে আছেন। 


সোনালী ব্যাংকে কবে নাগাদ এমডি নিয়োগ হতে পারে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোন বার্তা আছে কি না- জানতে চাইলে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী নতুন সংবাদকে বলেন, ‘এমডি নিয়োগ সরকারের বিষয়। তবে আমি যতদূর জেনেছি, এজন্য অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি রয়েছে। এই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব রয়েছেন। তবে কবে তারা বৈঠক করবেন আমার জানা নেই।’ 


জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তিনি ৮ অক্টোবর দেশে ফেরার কথা। চলতি সপ্তায় কমিটির ভার্চ্যুয়াল বৈঠক হলে দ্রুতই এমডি নিয়োগ হয়ে যেতে পারে। নাহলে কিছুদিন দেরি হতে পারে। 


নিয়ম অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোতে এমডি নিয়োগের জন্য ব্যক্তির নাম প্রস্তাব করে স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঠায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। পর্ষদ এমডির নিয়োগ অনুমোদন করে বাংলাদেশ ব্যাংকে পাঠায় ছাড়পত্রের জন্য। সাধারণত ঋণখেলাপি না হলে বা বড় কোন অনিয়মে জড়িত থাকার ইতিহাস না থাকলে বাংলাদেশ ব্যাংক ছাড়পত্র দিয়ে দেয়। 

আট ব্যাংক সামলাচ্ছেন যারা : নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত সোনালী ব্যাংকের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সঞ্চিয়া বিনতে আলী। রূপালী ব্যাংকের কার্যক্রম চলছে পারসুমা আলমের নেতৃত্বে। অগ্রণী ব্যাংকের নেতৃত্ব দিচ্ছেন ওয়াহিদা বেগম। জনতা ব্যাংকের কার্যক্রম চালাচ্ছেন ডিএমডি গোলাম মর্তুজা। বেসিক ব্যাংক চলছে আবু মো. মোফাজ্জলের নেতৃত্বে। শচীন্দ্র নাথ সমদ্দার সামলাচ্ছেন ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) নিয়মিত কার্যক্রম। এই ছয়জনের মধ্যে আবু মো. মোফাজ্জল ছাড়া বাকি সবাই রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা যাদেরকে পদোন্নতি দিয়ে এসব ব্যাংকে নিযুক্ত করেছিল সরকার। 


এদিকে পল্লী সঞ্চয় ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বে রয়েছেন ডিএমডি খান ইকবাল হাসান। ডিএমডি পারভীন আকতার রয়েছেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দায়িত্বে। 
 

Side banner