মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমা এ বছর বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বাংলাদেশর বাইরেও বহুল প্রশংসিত হয়েছে সিনেমাটি। অস্কারের ৯৫তম আসরে প্রতিযোগিতার জন্য মনোণীত হয়েছিল ‘হাওয়া’। সম্প্রতি আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনয়নের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কার। সেখানে ১৫টি সিনেমার নাম থাকলেও জায়গা পায়নি ‘হাওয়া’।
অস্কারের আসন্ন আসরে এবার আন্তর্জাতিক চলচ্চিত্র শাখায় অংশগ্রহণ করেছে ৯২টি দেশ।
অ্যাকাডেমির সব শাখায় সদস্যদের ভোটে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকার জন্য ১৫টি সিনেমা নির্বাচন করা হয়। এরমধ্য থেকে পাঁচটি সিনেমা চূড়ান্তভাবে মনোনীত হবে। এই তালিকায় স্থান না পাওয়ায় হাওয়া সিনেমার পুরো টিম এবং ভক্তদের মধ্যে এক অন্যরকম হতাশা সৃষ্টি হয়েছে।
হাওয়া সিনেমা চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায়। মুক্তির আগে ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি ব্যাপক আলোচনায় আসে। এরপর ট্রেলার মুক্তি পেলেও আলোড়ন ফেলে। সবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রশংসিত হয় সিনেমাটি।###
আপনার মতামত লিখুন :