Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

দ্বিতীয় বিয়ে করেছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : জানুয়ারি ১৭, ২০২৩, ০২:৫৮ পিএম দ্বিতীয় বিয়ে করেছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম

ভারতের অপরাধ জগতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করেছেন। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র কাছে এ স্বীকারোক্তি দিয়েছিলেন দাউদের বোন হাসিনা পার্কারের ছেলে আলি শাহ।

আলি শাহ দাবি করেছেন, দ্বিতীয় বার বিয়ে করলেও প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়নি দাউদের। তার মামা পাকিস্তানেই রয়েছেন বলে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি এক নারী দাউদের দ্বিতীয় স্ত্রী। গত বছর সেপ্টেম্বর মাসে এমনটাই এনআইএকে জানিয়েছিলেন তার ভাগ্নে আলি।

তবে তার প্রথম স্ত্রী মেহজবিন শেখের সঙ্গে দাউদের বিচ্ছেদ হয়নি বলেও দাবি করেন আলি। তার বক্তব্য, ২০২২ সালের জুলাই মাসে তিনি মেহজবিনের সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় মেহজাবিন তাকে জানিয়েছিলেন, দাউদের দ্বিতীয়  বিয়ের কথা।

ভারতে বসবাসকারী দাউদের আত্মীয়দের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে মেহজবিনের যোগাযোগ আছে বলেও দাবি করেছেন আলি। তিনি এনআইএকে আরও জানিয়েছেন, দাউদ রয়েছেন করাচিতে।###

Side banner