Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

তীব্র শীতে আফগানিস্তানে ১২৪ জনের মৃত্যু

দৈনিক নতুন সংবাদ জানুয়ারি ২৪, ২০২৩, ১০:৪৩ পিএম তীব্র শীতে আফগানিস্তানে  ১২৪ জনের মৃত্যু

আফগানিস্তানে গত ১৫ দিনে তীব্র শীতে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এক দশকের মধ্যে সবচেয়ে কনকনে শীতে ইতোমধ্যে প্রায় ৭০ হাজার গবাদিপশু মারা গেছে।

এদিকে, তালেবান প্রশাসন আফগান নারীদের বেসরকারি সংস্থায় কাজ নিষিদ্ধ করার পর সম্প্রতি অনেক সহায্যকারী সংস্থা দেশটিতে তাদের কার্যক্রম স্থগিত করেছে। তবে তীব্র শীতে মানুষ মারা গেলেও এই আদেশ পরিবর্তন করা হবে না বলে জানিয়েছেন এক তালেবান মন্ত্রী।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বলেছেন, 'আফগানিস্তানের অনেক এলাকা এখন তুষারের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকাজ পরিচালনার জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছিল, তবে পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার অবতরণ করতে পারেনি।'

আগামী ১০ দিনের আবহাওয়া পূর্বাভাসে দেশটির তাপমাত্রা বাড়বে বলে জানান তিনি। তবে মানুষ ও গবাদিপশুর মৃত্যু বাড়তে থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।###

Side banner