কয়েক ডজন দেশে নতুন শুল্কারোপ ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ব্যতিক্রম কেবল চীন।
অন্য দেশগুলোকে উচ্চহারের শুল্ক থেকে অপাতত স্বস্তি দিলেও চীনের উপর শুল্ক আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী, চীনের পণ্যে শুল্ক বেড়ে দাঁড়াল ১২৫ শতাংশে। এ শুল্ক তাৎক্ষণিকভাবেই কার্যকর হবে।
ওদিকে, অন্যান্য দেশে ট্রাম্পের উচ্চহারের শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার মানে হচ্ছে, সেই দেশগুলোর পণ্যে এখন সার্বজনীন ভাবে ১০ শতাংশ শুল্ক বহাল থাকবে। হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নিশ্চিত করে জানিয়েছেন, কানাডা এবং মেক্সিকোও এই ছাড়ের আওতায় আছে। এই দুটি দেশ তাদের কিছু পণ্যে ২৫ শতাংশ হারে শুল্কের মুখে ছিল। এখন শুল্ক ১০ শতাংশেই থাকবে।
তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পণ্যে শুল্কও এর আওতায় পড়বে কিনা তা স্পষ্ট করে জানান নি তিনি।
ট্রাম্পের শুল্ক সাময়িক স্থাগিতের ঘোষণার পরই চাঙ্গাভাব দেখা গেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। ন্যাসডাক সূচক ৯ শতাংশ এবং এস অ্যান্ড পি ৫০০ বেড়েছে ৮ শতাংশ।
আপনার মতামত লিখুন :