Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

লালমোহনে এশিয়ান টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৈনিক নতুন সংবাদ | জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) : জানুয়ারি ২৬, ২০২৩, ১০:১০ পিএম লালমোহনে এশিয়ান টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কাটা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার লালমোহনে এশিয়ান টিভির দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় লালমোহন প্রতিনিধির আয়োজনে প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, আমাদের কৃষ্টি, ইতিহাসসহ সবকিছুকে ধারণ ও লালন করে এশিয়ান টিভি আগামীতে মাননীয় নেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি  টেলিভিশন আগামীর সুন্দর বাংলাদেশ, সুন্দর প্রজন্ম এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে সহযোগিতা করবে।
এশিয়ান টেলিভিশনের লালমোহন উপজেলা প্রতিনিধি মো. জসিম জনির সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) এনায়েত হোসেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ মোস্তফা মিয়া, করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মনজু তালুদকার, শাহজামাল দুলাল, লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এনামূল হক রিংকু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, উপজেলা আওয়ামী লীগের  সহ দপ্তর সম্পাদক সাংবাদিক আনোয়ার রাব্বী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন কুতুব, দপ্তর সম্পাদক আব্দুস সালাম সেন্টু, ক্রীড়া সম্পাদক অপু হাসান, আইসিটি সম্পাদক শংকর মজুমদারসহ অন্যারা।  ###

Side banner