ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ১৭, ২০২৫, ১১:০২ এএম হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ
হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ

জুলাই-আগস্ট মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে।

এই মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ বিচারকাজ পরিচালনা করছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার আসামিদের মধ্যে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বর্তমানে রাজসাক্ষী হিসেবে আদালতে হাজির হয়েছেন। মামলার তদন্তে তিনি সহযোগিতা করছেন এবং ইতোমধ্যে তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে গত ৬ আগস্ট তৃতীয় দিনের শুনানিতে রিনা মুর্মু ও একেএম মঈনুল হক নামের দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। তারা অভিযোগে উল্লিখিত সময়ের ঘটনাবলি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে আদালতকে অবহিত করেন।

এর আগে, ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২২ সালের জুলাই ও আগস্ট মাসে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণগ্রেফতার, গুম, খুন, এবং নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব কর্মকাণ্ডে আসামিদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে, একই দিনে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ায় সংঘটিত আরও তিনটি মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানির জন্য ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

Side banner