ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ভয়াবহ রূপ নিয়েছে। শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সায়েন্স ল্যাবে এলাকায় চলা এ সংঘর্ষ এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামরুল জানান, গত দুইদিন যাবৎ সিটি কলেজের পাশে উদ্ভাস কোচিং থেকে কোচিং করে আসার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের মারধর করছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজকে আমরা না পারতে তাদেরকে ধাওয়া দিয়েছি। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক দফায় তারা আমাদের ওপর হামলা করে কয়েকজন শিক্ষার্থীকে আহত করেছে।
আরেক শিক্ষার্থী জারিফ বলেন, গত দুদিন যাবৎ আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থীদের এরা মারধর করছে। আজকে সকালে দুইজন শিক্ষার্থীকে আটক করে তাদের শার্ট ছিড়ে ফেলছে। আমরা আজকে কোন উপায় না পেয়ে রাস্তায় নামতে হয়েছে। আমাদের উপর হামলা বিচার না করা পর্যন্ত আমরা এখান থেকে সরবো না।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুই কলেজের ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা কলেজের দুইজনকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ সকালে সেই সূত্র ধরে একজনের শার্ট টেনে ছিঁড়ে ফেলে। এরপরই তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
আপনার মতামত লিখুন :