ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১৪, ২০২৫, ০৫:৫৮ পিএম চাকরি থেকে বরখাস্ত হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল ফারুক

অসদাচরণ ও পলায়নের অভিযোগে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হচ্ছেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাফিজ আল ফারুক৷

বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাব এসেছে। 

এতে বলা হয়েছে, হাফিজ আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার এই কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(খ) ও ২ (চ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও 'পলায়ন -এর আওতাভুক্ত এবং একই বিধিমালার ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও 'পলায়ন-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।

তাকে বরখাস্তের প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) বিধি অনুসারে যথাক্রমে 'অসদাচরণ ও পলায়ন অভিযোগে তাকে গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে চাকরি থেকে সাময়িক বরখাস্তকরণে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 

Side banner