বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ঢাকা সফর করে যাওয়া ইইউর প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের নেওয়া এই সিদ্ধান্তের কথা বুধবার (২০ সেপ্টেম্বর) চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) ও সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। চিঠির বিষয়ে অবগত একাধিক সূত্র তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। ###
আপনার মতামত লিখুন :