ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের পদক্ষেপ শুরু

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকা : সেপ্টেম্বর ২২, ২০২৩, ১০:৩১ পিএম যুক্তরাষ্ট্রের ভিসা বন্ধের পদক্ষেপ শুরু

বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপে আজ (২২ সেপ্টেম্বর) থেকে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা আছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এর অন্তর্ভুক্ত হতে পারেন। 

বিবৃতিতে আরও বলা হয়, সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রে আরও যারা দায়ী বা জড়িত বলে প্রমাণিত হবে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধেও  ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এই তালিকায় বাংলাদেশের বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা থাকবেন।  

বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যুক্তরাষ্ট্র তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, 'বিশ্বব্যাপী গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের সমর্থনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতিফলন আজকের এই ঘোষণা।'###

Side banner