Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

বিএনপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় ইইউর উদ্বেগ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকা : নভেম্বর ৬, ২০২৩, ০৮:৩৪ এএম বিএনপি নেতাদের গ্রেপ্তারের ঘটনায় ইইউর উদ্বেগ

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইইউ পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল। 
রোববার (৫ নভেম্বর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানান তিনি। পোস্টে জোসেপ বোরেল লিখেছেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’
অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করার বিষয়টি গুরত্বপূর্ণ উল্লেখ করে বোরেল আরও বলেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাই। গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ।’###

Side banner