ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

সরকারি সাহায্যের কথা অস্বীকার করলেন মির্জা ফখরুল

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক , ঢাকা : আগস্ট ২৮, ২০২৩, ০১:৪৪ এএম সরকারি সাহায্যের কথা অস্বীকার করলেন মির্জা ফখরুল

সরকারি সাহায্য নেওয়ার কথা অস্বীকার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই ঘটনা পুরোপুরি মিথ্যা, নোংরামি ও রাজনীতিবিদদের চরিত্র হনন ছাড়া আর কিছুই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ তথ্য অসত্য।  

গত ২৪ আগস্ট  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ সিঙ্গাপুরে যান। তার যাওয়ার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরার ছবির সাথে সোনালী ব্যাংকের একটি চেকের ছবিও সংযুক্ত করে পোস্ট করা হয়। চেকটিতে তারিখ দেওয়া হয়েছে ২০ আগস্ট। টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫০ লাখ। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  পোস্টটিকে অসত্য দাবি করে বলেন, ‘চমৎকার নোংরামির উদাহরণ। এ ধরনের নোংরামি যারা করতে পারেন, তাদেরকে কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না। 

সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা ফখরুলের বরাত দিয়ে শায়রুল বলেন, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। তিনি বাপের জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করেন। তাকে কেনা সম্ভব নয়।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। এরপর থেকে প্রতি বছর নিয়মিত চেকআপের অংশ হিসেবে সেখানে তাকে যেতে হয়। ###

Side banner