ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৩:২৫ এএম সিলেট অভিমুখে বিএনপির রোডমার্চ আজ

সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ সিলেট অভিমুখে রোডমার্চ করবে বিএনপি। সকাল ১০টায় কিশোরগঞ্জের ভৈরব পৌর শহর থেকে রোডমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার হয়ে সিলেটে গিয়ে শেষ হবে। এ রোডমার্চ পাঁচটি জেলাকে ছুঁয়ে যাবে।

প্রতিটি জেলায় একটি করে সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে দলটি। কেন্দ্র ঘোষিত ৩ অক্টোবর পর্যন্ত টানা কর্মসূচির তৃতীয় দিন কাল শুক্রবার ঢাকা মহানগরের যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ হবে। একই দিন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে জেলা-মহানগর, উপজেলা-পৌরসভা-ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচিও পালন করবে দলটি। 

আজকের রোডমার্চের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চ শুরু হবে। এতে বাস, মিনিবাস, প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নানা যানবাহন থাকবে। প্রতিটি যানবাহনেই বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থাকবেন।###

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর