‘সরকার পতনের এক দফা’ দাবিতে কেন্দ্র-ঘোষিত আন্দোলন কর্মসূচিকে ‘ডু অর ডাই’ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভৈরব থেকে সিলেটের উদ্দেশে রোডমার্চ কর্মসূচির উদ্বোধনীপর্বে নেতা-কর্মীদের যেকোনো আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
ভৈরবে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা তো লগি-বইঠা দিয়ে মানুষ মারি না। আমরা তো আগুন দিয়ে মানুষ মারি না। আমরা বাসে আগুন দিয়ে মানুষ পোড়াই না। আমরা তো পথচারীদের বস্ত্র হরণ করি না। আমরা হরতাল দিই না।’ এরপর তিনি উপস্থিত নেতা-কর্মীদের কাছে প্রশ্ন রাখেন, ‘আমরা হরতাল দিলে আপনারা হরতাল পালন করবেন? দরকার আছে? হরতালের দরকার আছে? আন্দোলন করার দরকার আছে?’ এ সময় নেতা-কর্মীরা সমস্বরে ‘আছে, আছে’ বলে জবাব দেন।
এরপর গয়েশ্বর রায় বলেন, ‘ঠিক আছে রায় পাইলাম। আমরা এখনো (হরতাল) করি নাই। আর করব না, এমন প্রতিজ্ঞাও করি নাই। সুতরাং জনগণের চাপের কারণে আজকে হরতাল অবরোধ থেকে আরম্ভ করে... এই অচল সরকারকে মাটিতে বসিয়ে দেওয়ার জন্য যা যা দরকার আগামী দিনে কর্মসূচি থাকবে।’
গয়েশ্বর আরও বলেন, ‘আমাদের এবারের আন্দোলন ডু অর ডাই। হয় মরব, নয়তো লড়ব। দেশের মানুষকে মুক্ত করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফেরত দেব।’
তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে গয়েশ্বর বলেন, ‘তারেক জিয়া দেশের বাইরে থেকে হুঁশিয়ারি উচ্চারণ করলে সরকারের ১০৪ ডিগ্রি জ্বর হয়ে যায় আর দেশে থাকলে কী হতো কে জানে।’ ###
আপনার মতামত লিখুন :