ঢাকা রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা : সেপ্টেম্বর ২২, ২০২৩, ০৬:৫৯ পিএম খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর
ফাইল ছবি

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়।  তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে পরদিন সকালে আবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশত্যাগ না করার শর্তে সাময়িকভাবে মুক্তি দেয়। ###

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর