ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় আজ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক : সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৯:৩০ এএম ঢাকায় আজ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’

রাজপথে বিএনপির বিক্ষোভ মোকাবিলায় ক্ষমতাসীন আওয়ামী লীগ আজ (২৩ সেপ্টেম্বর) শনিবার রাজধানীতে সমাবেশ করবে। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ বিকাল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে 'শান্তি সমাবেশ' করবে।

ক্ষমতাসীন দল আগামী ৪ অক্টোবর পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি পালন করবে। গত ১৯ সেপ্টেম্বর বিএনপির ধারাবাহিক সমাবেশ ও রোডমার্চ ঘোষণার একদিন পর আওয়ামী লীগও তাদের কর্মসূচি দেয়।

আগামী সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য দলের নেতাকর্মীদের কঠোর নির্দেশনা জারি করেছে দলটি। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, 'আপনারা কঠোর পরিশ্রম করছেন, আগামী ৪০ দিন এই কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।' ###

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর