ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা : অক্টোবর ৩১, ২০২৩, ০৯:২১ পিএম বিএনপি নেতা মির্জা আব্বাস ও আলাল গ্রেপ্তার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. হারুন-অর-রশীদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. হারুন-অর-রশীদ জানান, আজ রাত সোয়া ৮টার দিকে মির্জা আব্বাসকে শাহজাহানপুর ও আলালকে কলাবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে গত রোববার গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যায় ডিবি। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।###

Side banner

রাজনীতি বিভাগের আরো খবর