Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২১ এপ্রিল, ২০২৪, ৮ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা দুদুকে গভীর রাতে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

দৈনিক নতুন সংবাদ | নিজস্ব প্রতিবেদক, ঢাকা : নভেম্বর ৬, ২০২৩, ০৭:৫৯ এএম বিএনপি নেতা দুদুকে গভীর রাতে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচেয়ে গভীর রাতে তুলে নেওয়ার অভিযোগ করেছে বিএনপি। দলটির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার  এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন দিদার জানান, রোববার দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল শামসুজ্জামানের বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যায়। একইসঙ্গে বিএনপি নেতা দুদুর ভাগনে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে গেছে পুলিশ। শামসুজ্জামানের ছোট ভাই ওয়াহিদুজ্জামান বিষয়টি বিএনপির নজরে এনেছেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ সংঘর্ষের ঘটনায় পণ্ড হওয়ার পর থেকে ঢাকাসহ সারা দেশে দলটির নেতা-কর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগ করে আসছে বিএনপি। দলটির দাবি, গত শনিবার পর্যন্ত আট দিনে সারা দেশে বিএনপির কমপক্ষে ৭ হাজার ৮৩৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন  সাতজন। সাবেক সংসদ সদস্যসহ জেলা ও মহানগর পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন অর্ধশতাধিক।###

Side banner