ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২

মেটার নতুন ডিসপ্লে স্মার্ট গ্লাস উন্মুক্ত

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১০ এএম মেটার নতুন ডিসপ্লে স্মার্ট গ্লাস উন্মুক্ত

কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে এগিয়ে থাকতে প্রথমবারের মতো বিল্ট-ইন ডিসপ্লে সমৃদ্ধ স্মার্ট গ্লাস উন্মোচন করল মেটা। বুধবার মেনলো পার্কে কোম্পানির সদর দপ্তরে বার্ষিক মেটা কানেক্ট ২০২৫ সম্মেলনে সিইও মার্ক জুকারবার্গ প্রকাশ্যে দেখালেন নতুন প্রজন্মের মেটা রে-বেন ডিসপ্লে গ্লাস।

নতুন গ্লাসটির সবচেয়ে বড় আকর্ষণ হলো ডান লেন্সে একটি ছোট ডিসপ্লে। যেখানে নোটিফিকেশনসহ প্রাথমিক তথ্য ভেসে উঠবে। সঙ্গে থাকছে একটি বিশেষ রিস্টব্যান্ড কন্ট্রোলার। যা হাতের অঙ্গভঙ্গি অনুবাদ করে ব্যবহারকারীর কমান্ডে রূপান্তর করবে। টেক্সটের জবাব দেওয়া কিংবা কল রিসিভের মতো কাজ করা যাবে সহজেই। দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। বাজারে আসবে ৩০ সেপ্টেম্বর থেকে।

জুকারবার্গ বলেন, “গ্লাস হলো পার্সোনাল সুপারইনটেলিজেন্সের জন্য আদর্শ ডিভাইস। কারণ এগুলো আপনাকে বাস্তব মুহূর্তে উপস্থিত থাকতে দেয়। পাশাপাশি এআই প্রযুক্তির সব সুবিধা দেয়। যা আপনাকে আরও স্মার্ট করে। যোগাযোগে সাহায্য করে, স্মৃতি শক্তিশালী করে, এমনকি ইন্দ্রিয়কেও বাড়িয়ে তোলে।”

প্রতিদ্বন্দ্বী দৌড়ে মেটার অবস্থান
মেটা ইতিমধ্যে রে-বেন লাইনআপে সাফল্য পেয়েছে। তবে গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীরা যখন উন্নত এআই মডেল উন্মোচনে ব্যস্ত। তখন মেটা শীর্ষ প্রকৌশলীদের দলে টানতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। 

বিশ্লেষকদের মতে, নতুন ডিসপ্লে গ্লাস বাণিজ্যিকভাবে বড় সাফল্য নাও পেতে পারে। তবে ২০২৭ সালে আসতে যাওয়া মেটার উচ্চাকাঙ্ক্ষী ‘ওরিয়ন’ গ্লাসের দিকে এটি একটি ধাপ।

নতুন সংযোজন : স্পোর্টস গ্লাস
মেটা একই অনুষ্ঠানে প্রকাশ করেছে অ্যাথলেটদের জন্য অক্লে ভ্যানগার্ড গ্লাস। দাম ৪৯৯ ডলার। এটি গারমিন ও স্ট্রাভার মতো ফিটনেস প্ল্যাটফর্মের সঙ্গে সমন্বয় করে রিয়েল-টাইম ট্রেনিং ডেটা দেখাবে এবং ব্যায়ামের পর বিশ্লেষণ দেবে। ব্যাটারি ব্যাকআপ থাকবে ৯ ঘণ্টা। বাজারে আসছে ২১ vvঅক্টোবর।

এছাড়া আপডেট এসেছে পুরোনো রে-বেন সিরিজেও। নতুন সংস্করণে দ্বিগুণ ব্যাটারি লাইফ ও উন্নত ক্যামেরা থাকছে। দাম ৩৭৯ ডলার।

চ্যালেঞ্জ রয়ে গেছে
ডিভাইসটির ডেমোতে কিছু সমস্যা দেখা দিলেও দর্শকরা করতালি দিয়ে জুকারবার্গকে সমর্থন জানান। তবে বিশ্লেষকদের মতে, প্রযুক্তিটি সম্ভাবনাময় হলেও সফটওয়্যারের আরও উন্নতি না হলে সাধারণ ভোক্তাদের কাছে এটি এখনো আকর্ষণীয় হয়ে উঠবে না।

Side banner