Daily Natun Sangbad
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

পদ্মা ব্যাংকের উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ৩০, ২০২২, ০২:৫৪ এএম পদ্মা ব্যাংকের উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন

উত্তরাবাসীর দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে উত্তরা-৬ উপ-শাখার উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। উত্তরা শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে।

এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

উত্তরা উপ-শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। এই সময় তিনি উপস্থিত গ্রাহক-সহ সকলকে পদ্মা ব্যাংকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানান। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ইভিপি, ক্যামেলকো অ্যান্ড হেড অব অপারেশন সৈয়দ তৌহিদ হোসেনসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

উত্তরা-৬ নম্বর সেক্টর উপ-শাখার ঠিকানা : হাউজ-০১, রোড- ১৬, সেক্টর-০৬, উত্তরা, ঢাকা। ###

Side banner