ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

সিআরপিতে ৪ লাখ টাকা অনুদান দিলো ইউনিলিভার

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট : ডিসেম্বর ২৭, ২০২২, ০২:১৯ এএম সিআরপিতে ৪ লাখ টাকা অনুদান দিলো ইউনিলিভার

শারীরিকভাবে প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসন প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)- এর সেবা পাওয়া তরুণ আবাসিক শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ করতে চার লাখ টাকা অনুদান দিয়েছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)।

সম্প্রতি এ উপলক্ষে ইউসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএসএম মিনহাজ সিআরপির চিফ অব অ্যাডমিনিস্ট্রেশন শাহ আতাউর রহমান ও উইলিয়াম অ্যান্ড ম্যারি টেইলর স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল জুবায়েরের হাতে চেক হস্তান্তর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এর করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশন্স ডিরেক্টর শামিমা আক্তারসহ প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ###

Side banner