ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

দৈনিক নতুন সংবাদ আগস্ট ১৬, ২০২৫, ০২:২৫ পিএম সাদাপাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথরে লুটের ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার পর থেকে শনিবার (১৬ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উযায়ের আল মাহমুদ আদনান জানান, তাঁদের খনিজ সম্পদ অধিদপ্তরের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত সিকন্দর আলীর ছেলে মোহাম্মদ কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪৫), তার ছেলে মো. আবু সাঈদ (২১), নাজিরের গাওয়ের মৃত মনফর আলীর ছেলে মো. আবুল কালাম (৩২)। তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, ক্রাশ করা সাদাপাথর ট্রাকযোগে নিয়ে যাওয়ার সময় লাছুখাল এলাকায় চেকপোস্টে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— উপজেলার লাছুখাল গ্রামের শহীদ মিয়ার ছেলে ইমান আলী (২৮) ও তাঁর ভাই জাহাঙ্গীর আলম (৩৫)। তাঁদের কাছ থেকে ডাম্পট্রাকে ভর্তি সাদাপাথর জব্দ করা হয়েছে।

Side banner