ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

উদ্বোধনের পরদিনই তিস্তা সেতুতে যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ

দৈনিক নতুন সংবাদ আগস্ট ২১, ২০২৫, ১০:৪৯ পিএম উদ্বোধনের পরদিনই তিস্তা সেতুতে যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তার ওপর নির্মিত বহুল প্রত্যাশিত ‘মওলানা ভাসানী সেতু’তে উদ্বোধনের পরদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। দিনভর দুর্ভোগে ভুগেছেন এলাকাবাসী ও যাত্রীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) খোঁজ নিয়ে জানা গেছে দুপুরের পর থেকে সেতুতে যানজটের সৃষ্টি হয়। বিকেলের দিকে তা তীব্র আকার ধারণ করে। দেড় কিলোমিটারের সেতু পার হতে অনেকের দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় যানজট ক্রমেই বাড়ছে। এদিকে সেতুটি দেখতে আসা দর্শনার্থীরাও দুর্ভোগের শিকার হচ্ছেন।

হারুনুর রশিদ মিজু নামে একজন বলেন, আধা ঘণ্টার রাস্তা তিন ঘণ্টায় পার হয়েছি। পুলিশ নেই, ট্রাফিক নিয়ন্ত্রণ নেই। সেতু উদ্বোধনের আনন্দ ভোগান্তিতে পরিণত হয়েছে।

সুদীপ্ত শামীম নামে এক বাইক আরোহী বলেন, তীব্র জ্যামে সেতুর এপার থেকে ওপার যেতেই প্রায় দেড় ঘণ্টা লেগেছে। যারা ইজিবাইক কিংবা রিকশায় চড়ে সেতু পার হয়েছেন তাদের আরও বেশি সময় লেগেছে। সেতুর শৃঙ্খলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসী ও যাত্রীদের দাবি—দ্রুত কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হোক, নইলে এই স্বপ্নের সেতু আশীর্বাদের বদলে দুর্ভোগে পরিণত হবে।

জেলা ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আলতাব হোসেন বলেন, দিনভর যানজটের বিষয়টি শুনেছি। সুন্দরগঞ্জে আমাদের ট্রাফিক ডেভেলপমেন্ট নেই। সেতু উদ্বোধন করার পর উৎসুক জনতা ব্রিজে দেখতে ভীড় করছে। ধারণা করছি, এক সপ্তাহ পর এই চিত্র থাকবে না।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, আমরা সেতু এলাকায় একটি স্থায়ী ক্যাম্পের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি, আশা করছি সেটি মাসখানেকের মধ্যে হয়ে যাবে।

এ সময় তিনি বলেন, আমরা দুই থেকে তিন দিনের মধ্যে এাটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করবো। আর আগামীকাল সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হবে।

উল্লেখ্য, বুধবার সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পর থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সেতুটি একনজর দেখতে ছুটে আসছেন।

এতে সেতুর দুইপাশে শত শত যানবাহন আটকে পড়ে দিনভর তৈরি হয় চরম যানজট। যাত্রী ও চালকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে সীমাহীন ভোগান্তিতে পড়েন। সেতুর প্রবেশমুখে পর্যাপ্ত পুলিশ ও ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Side banner