ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

বন্ধুকে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেফতারের পর জানা গেল কারণ

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ২৪, ২০২৫, ০৯:০৬ পিএম বন্ধুকে কুপিয়ে হত্যা, দুই আসামি গ্রেফতারের পর জানা গেল কারণ

পানি ছিটানো ও মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়াকে কেন্দ্র করে নরসিংদীতে ঘনিষ্ঠ বন্ধু মোজাম্মেলকে পরিকল্পিতভাবে হত্যা করেন কাউসার। এ ঘটনায় তাকেসহ গ্রেফতার করা হয় দুজনকে। তাদের গ্রেফতারের পর জানা গেল হত্যার প্রকৃত কারণ।

এ ঘটনায় কাউসারকে গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) এসএম মোস্তাইন হোসেন।

সংবাদ সম্মেলনে মোস্তাইন হোসেন জানান, গত ২০ আগস্ট নরসিংদী থানাধীন হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠসংলগ্ন স্বপনের বাড়ির সামনে মোজাম্মেল নামে একজনকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কাউসারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নিহত মোজাম্মেল সিএন্ডবি রোড এলাকার একটি কাপড়ের দোকানে চাকরি করত। তার বন্ধু কাউসার পাশের কাপড়ের দোকানে চাকরি করত। সম্প্রতি দুষ্টামির ছলে কাউসার মোজাম্মেলকে পানি ছিটা দেয়। পরে মোজাম্মেল পানি দিয়ে কাউসারকে ভিজিয়ে দেয়। এতে কাউসারের মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। এ নিয়ে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে ২০ আগস্ট সকালে কাউসার মোজাম্মেলকে মারার জন্য ওতপেতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে মোজাম্মেল দোকানে যাওয়ার পথে হাজীপুর নয়াপাড়া তালতলা মাঠসংলগ্ন স্বপনের বাড়ির সামনে এলে কাউসার পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


পরে কাউসারকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

Side banner