পুলিশের বিশেষ শাখা (ডিবি পুলিশ) অভিযান চালিয়ে অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ কাভার্ডভ্যানের চালক ও তার হেলপারকে আটক করেছে। তারা বেনাপোল থেকে অস্ত্র নিয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিত।
সোমবার (২৫ আগস্ট) রাতে যশোরের চাঁচড়া-পালবাড়ী হাইওয়ে রাস্তার একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে চালক ফরহাদ হোসেন (৩২) এবং তার হেলপার সাকিব হোসেনকে (১৯) আটক করা হয়।
এরপর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কাভার্ডভ্যানের চালক ফরহাদ হোসেনের সিটের নিচ থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো আমেরিকার তৈরি একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন ও ২টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেন বলে পুলিশের কাছে স্বীকার করেন।
জেলা ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঞা মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১০টার দিকে তিনিসহ এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল হোসেনসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় এসআই শেখ আবু হাসান কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেছেন। আসামিদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক ফরহাদ হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকার আব্দুল আওয়াল এবং সাকিব হোসেন একই এলাকার আফজাল হোসেন বিশ্বাসের ছেলে।
আপনার মতামত লিখুন :