ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

মাদারীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জ‌রিমানা, ফুটপাত দখলমুক্ত

দৈনিক নতুন সংবাদ আগস্ট ২৯, ২০২৫, ১১:২৫ এএম মাদারীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জ‌রিমানা, ফুটপাত দখলমুক্ত

মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশন করায় ৬টি দোকানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবচর উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও পৌর প্রশাসক শাইখা সুলতানা।

শিবচর পৌরসভার ‘৭১ সড়ক’ এলাকায় ফুটপাত দখল করে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এমন অভিযোগে গতকাল সেখানে অভিযান চালানো হয়। এ সময় বেশ কয়েকটি দোকানের সামনের অংশ ও বিভিন্ন সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে পৌর এলাকায় খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশন করার দায়ে ৬ দোকানিকে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মাদারীপুরের শিবচর উপজেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা ব‌লেন, হোটেল, মি‌ষ্টির দোকান, ওষু‌ধের দোকানসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠা‌নে অভিযান পরিচালনা করেছি। এসময় বেশ ক‌য়েক‌টি প্রতিষ্ঠান‌কে সতর্কতামূলক জ‌রিমানা করা হয়। এছাড়া ফুটপাতও দখল মুক্ত করা হয়। জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

Side banner