মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে অনন্য উদ্যোগ নিয়েছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-আইন সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান। তিনি ঘোষণা দিয়েছেন, যারা মাদক ও জুয়ার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরবেন, তাদের আগামী ডিসেম্বর মাসে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হবে।
অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, “মাদক ও জুয়া থেকে ফিরে আসো স্বাভাবিক জীবনে। তোমাদের স্বাভাবিক জীবন উপহার দিতে আমি এবং আমরা সব ধরনের সহযোগিতা করব। যারা তওবা পড়ে ফিরে আসবে, তাদের আমি আগামী তিন মাস পরে সংবর্ধনা দিয়ে বরণ করে নেব।”
তার ঘোষণা মতে, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু করে টানা তিন মাস যারা মাদক ও জুয়া থেকে বিরত থাকবেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করবেন, তারা ডিসেম্বর মাসে আলমডাঙ্গার পারকুলা আনন্দবাজারে সংবর্ধিত হবেন। এসময় প্রত্যেককে এক হাজার টাকা পুরস্কার ও একটি মেডেল প্রদান করা হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এই উদ্যোগ শুধু আলমডাঙ্গা এলাকায় কার্যকর করা হবে। যদি সফল হই, তাহলে সারাদেশব্যাপী এ ক্যাম্পেইন চালু করব ইনশাআল্লাহ।
অ্যাডভোকেট হাবিবুর রহমান কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলেন, যারা মাদক ও জুয়া থেকে সরে দাঁড়াবে না, তাদের বিরুদ্ধে আমার কঠোর অ্যাকশন শুরু হবে। প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে কথা হয়েছে, তথ্য সংগ্রহ চলছে। তিন দিনের মধ্যে ভালো না হলে ব্যবস্থা নেওয়া হবে। আর যারা কমিশন খেয়ে মাদক ও জুয়া কারবারিদের প্রশ্রয় দেয়, তাদের মুখোশ জাতির সামনে উন্মোচন করা হবে।
তিনি পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের সহযোগিতা চাই। কারণ মাদক ও জুয়া পরিবারকে ধ্বংস করে, সমাজকে বিপথে নেয়। তাই আমি শপথ নিয়েছি—আলমডাঙ্গাসহ চুয়াডাঙ্গাকে মাদক ও জুয়ামুক্ত একটি সমাজ উপহার দেব ইনশাআল্লাহ।”
আপনার মতামত লিখুন :