ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

সুষ্ঠু-নিরপেক্ষ বিচার ছাড়া মানুষ নির্বাচনের ফল মেনে নেবে না

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ আগস্ট ৩১, ২০২৫, ০৯:৩১ পিএম সুষ্ঠু-নিরপেক্ষ বিচার ছাড়া মানুষ নির্বাচনের ফল মেনে নেবে না

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন বলেছেন, নানামুখী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদী নীতি এ দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে। পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ, ছাত্রদের হত্যা এবং জামায়াতের নেতাদের বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করেছিল। আমরা বারবার সরকারের কাছে এসব হত্যার বিচার দাবি করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া এ দেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল মেনে নেবে না।

রোববার (৩১ আগস্ট) সকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে জামায়াতে ইসলামীর যশোর জেলার উদ্যোগে মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মোবারক হোসাইন আরও বলেন, রোডম্যাপ তৈরি করছেন, ভালো কথা; কিন্তু নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে। আমরা চাই না আবার যেনতেন নির্বাচন হোক, কিংবা দেশে কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও যশোর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা আজীজুর রহমান, অঞ্চল টিমের সদস্য ডা. আলমগীর বিশ্বাস। এছাড়া আরও বক্তব্য রাখেন- জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন যশোর-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

Side banner