ঢাকা মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা’

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:৫৭ এএম ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা’

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক আকাশ এত পরিষ্কার নয়, বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে বলে মন্তব্য করেছেন 

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীর জজ আদালত সড়কে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. শাহজাহান বলেন, বিভিন্নভাবে দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে রাজনৈতিক আকাশে মেঘ ধরেছে। নির্বাচন নিয়ে কথা উঠেছে। বাংলাদেশের জনগণ যেহেতু বিএনপির সঙ্গে আছে। শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নেবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, রাজনৈতিক শিক্ষা নিতে পারি। তাহলে ওই রাজনৈতিক আকাশের মেঘ কোনো কাজে আসবে না। আকাশের মেঘ, আকাশে উড়ে চলে যাবে। রাজনৈতিকভাবে সবকিছু হবে। এমপি, মন্ত্রী বিএনপির কর্মীদের কাছে বড় নয়। তাদের কাছে বড় হলো জিয়াউর রহমানের আদর্শ।

মো. শাহজাহান আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল করেছেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ। বাংলাদেশের ভূখণ্ডে কোনো আধিপত্য শক্তি যেন হস্তক্ষেপ করতে না পারে। দেশকে উন্নয়নের পথে নেওয়ার জন্য। আর ছাত্রদল তৈরি করেছে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য। আমাদের বর্তমান নেতা তারেক রহমান। তিনি অনেক কষ্ট শিকার করেন, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হয়ে চিকিৎসার জন্য বিদেশ গিয়ে এখনও ফিরতে পারেন নাই। তারেক রহমানকে দেশে ফেরাতে হলে নেতাকর্মীকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমানের কাছে আমাদের এমন ম্যাসেজ দিতে হবে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যারা জিয়ার আদর্শ ও তারেক রহমানের ভবিষ্যৎ পরিকল্পনাকে ধ্বংস করতে পারে।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হারুনুর রশীদ আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ বি এম জাকারিয়া, এ জেড এম গোলাম হায়দার, ফোরকান ই আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুনসহ আরও অনেকে।

Side banner