ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসক মাত্র একজন

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:১৯ পিএম ৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসক মাত্র একজন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ চিকিৎসক সংকটের কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ৫০ শয্যার এই সরকারি হাসপাতালটি কার্যত অচল হয়ে পড়েছে। নিয়ম অনুযায়ী এখানে থাকার কথা অন্তত ২৭ জন চিকিৎসকের। অথচ কর্মরত আছেন মাত্র একজন মেডিকেল অফিসার।

 

হাসপাতালের ভর্তি রোগীরা অভিযোগ করেন, চিকিৎসক না থাকায় ভর্তি হয়েও সেবা পাচ্ছেন না তারা। জরুরি বিভাগে রোগী এলে নাম-ঠিকানা লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে সাতক্ষীরা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে সিজারিয়ান সুবিধা থাকলেও গাইনি বিশেষজ্ঞ না থাকায় প্রসূতি মায়েদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকের দ্বারস্থ হতে হচ্ছে। যা নিম্ন আয়ের মানুষের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়িয়েছে।

 

এছাড়া হাসপাতালের এক্সরে মেশিন দীর্ঘদিন ধরে অকেজো, নেই আল্ট্রাসনোগ্রাম সুবিধা। প্যাথোলজি বিভাগও চলছে দায়সারাভাবে। কোটি টাকায় নির্মিত হাসপাতাল সংলগ্ন সরকারি কোয়ার্টারগুলো বছরের পর বছর অব্যবহৃত থেকে নষ্ট হয়ে যাচ্ছে। রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিয়েও অভিযোগের শেষ নেই। অপরিষ্কার টয়লেট ব্যবহারে রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

সখিপুর গ্রামের আশরাফুল ইসলাম বলেন, এ হাসপাতাল ৫০ শয্যার হলেও চিকিৎসক নেই বললেই চলে। একজন ডাক্তার দিয়ে কীভাবে এত রোগীর চিকিৎসা সম্ভব? আমরা চাই সরকার দ্রুত ব্যবস্থা নিক।

 

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শ্রাবন্তী মৃধা বলেন, অনেক সময় গুরুতর রোগী ভর্তি হয়। কিন্তু একজন মাত্র ডাক্তার থাকায় সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। অনেক রোগীকেই বাধ্য হয়ে রেফার করতে হয়।

 

দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, বর্তমানে একজন মেডিকেল অফিসার এবং একজন ডেন্টাল সার্জন আছেন। প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগী চিকিৎসা নিতে আসেন। এত রোগীকে সীমিত জনবল দিয়ে সেবা দেওয়া অত্যন্ত কষ্টসাধ্য। বিষয়টি মহাপরিচালক মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।

 

এলাকাবাসীর দাবি, দ্রুত চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ, যন্ত্রপাতি সচল এবং সেবার মানোন্নয়ন না হলে দেবহাটার একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে পড়বে।

Side banner