ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৪২ পিএম টাঙ্গাইলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

এতে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, পুলিশ সুপার মিজানুর রহমান, সেনাবাহিনীর ২৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক মেজর ফয়সাল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু। 

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Side banner