ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জে ইভন হত্যা মামলার ২ আসামি রিমান্ডে

দৈনিক নতুন সংবাদ | ডেস্ক রিপোর্ট, ঢাকাঃ সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৫৩ পিএম নারায়ণগঞ্জে ইভন হত্যা মামলার ২ আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকার কিশোর গ্যাং লিডার নাহিয়ান আজম ইভন (৩০) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তাদের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার রাতুল ওরফে টুটুল (২৯) ও সাইফুল ওরফে পাগলা সাইফুলকে (৩৮) ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. শামীমা খাতুন প্রত্যেককে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফতুল্লার ইসদাইর ও মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা দুইজনই মামলার এজাহারভুক্ত আসামি। 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাছিনুজ্জামান বলেন, নিহত নাহিয়ান আজম ইভন হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে। তাদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বেশ কিছু গুরত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার হত্যা সহ একাধিক মামলার আসামি কিশোর গ্যাং নেতা নাহিয়ান আজম ইভন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ গ্রুপ। 

নিহত নাহিয়ান আজম ইভনের বাবা এসএম বাবু বাদী হয়ে শফিকুল ইসলাম, সাইফুল ওরফে পাগলা সাইফুল, আনোয়ার হোসেন বাবু, শুক্কুর ও রাতুল ওরফে টুটুল, রাজু সহ অজ্ঞাতনামা আরো তিন থেকে চার জনকে আসামি করে মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Side banner