জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের টয়লেটে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিক্ষার্থীর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে মামলাটি করেন। পুলিশ মামলার আসামিকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫)। তিনি আক্কেলপুর উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ভুক্তভোগী ওই শিক্ষার্থী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ে। সে প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সকাল ৯টায় প্রাইভেট পড়া শেষ করে বিদ্যালয়ের টয়লেটে গেলে আতিকুর তাকে টয়লেটের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করে। এ সময় ওই শিক্ষার্থী চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। এরপর বাড়ি এসে ঘটনাটি সে তার মাকে জানায়। এরপর তার মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানালে তিনি শিক্ষার্থীর মাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। ওই দিন সন্ধ্যায় শিক্ষার্থীর বাবা বাড়িতে ফিরলে তাকেও ঘটনাটি জানানো হয়। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুরকে দেখতে পেয়ে আটকে রাখেন।
এ নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে ট্রিপল নাইন-এ কল করে পুলিশকে ঘটনাটি জানানো হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদি হয়ে আতিকুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আতিকুরকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, আমার মেয়েকে বিদ্যালয়ের টয়লেটের ভেতরে নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আসামি আতিকুর আগেও একজন শিশুকে ধর্ষণচেষ্টা করেছিল।
আক্কেলপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ট্রিপল নাইন-এর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতিকুরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :