সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলায় ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি কত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার ওসি মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি আলগী ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, ‘এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এডিশনাল ডিআইজি সিদ্দিকুর রহমান স্যার ও পুলিশ সুপার আব্দুল জলিল স্যার এলাকা পরিদর্শন করেছেন। তবে হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় সড়কের দুপাশে দাঁড়িয়ে স্থানীয়রা মানববন্ধন করছেন। তবে সড়কে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।’
মামলার প্রধান আসামি করা হয়েছে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চেয়ারম্যান এবং সীমানা রক্ষা সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান ম.ম. সিদ্দিক মিয়াকে। এ মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. খোকন মিয়াকে (৫০)।
আপনার মতামত লিখুন :