ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো শুরু হওয়া অবরোধ সাত ঘণ্টা পর তুলে নিয়েছেন এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে অবরোধ শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে এলাকাবাসী নিজ উদ্যোগে অবরোধ তুলে নিয়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
সকাল পর্যন্ত সড়কে চলাচল স্বাভাবিক থাকলেও বেলা ১১টার দিকে ভাঙ্গা উপজেলা সদরের দক্ষিণ পাড়ায় এক্সপ্রেসওয়ের গোড়ায় টায়ার জ্বালিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক এবং সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধে অংশ নেন হামিরদী ও সুয়াদী ইউনিয়নের শত শত মানুষ। তারা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় ভাঙচুর চালানো হয় ভাঙ্গা হাইওয়ে থানা, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবে।
এছাড়া, পুলিশের অন্তত চারটি গাড়ি ভাঙচুর এবং ১১টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সাত ঘণ্টা অবরোধে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
আপনার মতামত লিখুন :