সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট অতিক্রমের সময় আটজনকে আটক করে বিএসএফ। যাদের আটক করা হয় তারা হলেন— মো. হারুন (৩০), রুপা রানী (২৮), সামসুল আলমের স্ত্রী (২২), অনাদি রঞ্জন পরামানিক (৪২), জান্নাত বেগম ওরফে জিনতা বেগম (২৯), নীপা (৩৯), মো. ইকরামুল বিশ্বাস (২৪) এবং তার স্ত্রী মোছা. রহিমা খাতুন (২৪)।
বুধবার বিকেল ৬টার দিকে ভারতের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি জেসিও নায়েব সুবেদার মো. আবুল কাশেম বলেন, “বিএসএফ কর্তৃক আটক আট বাংলাদেশিকে জিম্মায় গ্রহণ করে সাতক্ষীরা থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।”
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আটজনের মধ্যে পাঁচজনকে হস্তান্তর করা হয়েছে। বাকিদের হস্তান্তর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :