ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ, আটক ৩

দৈনিক নতুন সংবাদ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ১১:২৫ এএম শ্যামনগরে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ, আটক ৩

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন ঘেঁষা সীমান্ত এলাকায় সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে। এসময় তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।
 
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কালিগঞ্জ উপজেলার পাউখালী সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর নাহিদের নেতৃত্বে মুন্সিগঞ্জের সুন্দরবন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযান চলাকালে একই এলাকার আব্দুর রহিম ও তার বোন রওশনারা আরার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও দুই বস্তা বিড়ি উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে ভারতীয় মালামাল সংরক্ষণের অভিযোগে রওশনারা বেগম, মোজাম আলী ও আশরাফ হোসেন লাটাকে আটক করা হয়।
 
কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্র জানায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাইপথে ওষুধ এনে বিক্রি করে আসছিল। জব্দ করা মালামালের তালিকা প্রস্তুতের পাশাপাশি আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে অভিযান শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে চোরাকারবারি চক্রের আরও কয়েকজন সদস্য কৌশলে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, গত পাঁচ মাস ধরে সুন্দরবনকে রুট হিসেবে ব্যবহার করে রাতের বেলা এসব মালামাল আনা-নেওয়া করছে চক্রটি। এরপর মাইক্রোবাস ও মাহেন্দ্রযোগে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করা হয়। 

Side banner